নিচের অপশন গুলা দেখুন
- পদ্মা নদীর মাঝি
- পদ্মার পলিদ্বীপ
- তিতাস একটি নদীর নাম
- পদ্মা মেঘনা যমুনা
বাসন্তী, অদ্বৈত মল্লবর্মণের \'তিতাস একটি নদীর নাম\' উপন্যাসের প্রধান চরিত্র।
১৯৫৬ সালে প্রকাশিত \'তিতাস একটি নদীর নাম\' উপন্যাসে কুমিল্লা জেলার তিতাস নামক নদীতীরের ধীবর সমাজের রীতিনীতি, ধর্ম-সংস্কার, উৎসব ও জীবনযাপনের অনবদ্য কাহিনি তুলে ধরা হয়েছে।
উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৩৫২ বঙ্গাব্দে, মোহাম্মদী পত্রিকায়। গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৫৬ সালে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।