হাঁপানি রোগের চিকিৎসায় অধিকাংশ ক্ষেত্রে একাধিক ওষুধ ব্যবহারের প্রয়োজন হয়। সেদিক বিবেচনা করে হাঁপানি রোগের ওষুধগুলো প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। শ্বাসকষ্ট লাঘব বা মোচনকারী ওষুধ (রিলিভার) : সালবিউটামল, লিভসালবিউটামল, অ্যামাইনোফাইলিন, থিওফাইলিন, টারবুটালিন ইত্যাদি।