সঠিক উত্তর হচ্ছে: পাপুয়া নিউগিনি
ব্যাখ্যা: পৃথিবীর বুকে আরেকটি স্বাধীন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছে দেশটিতে। পাপুয়া নিউ গিনি (পিএনজি) থেকে বিচ্ছিন্ন হতে স্বাধীনতার পক্ষে গণভোট অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বুগেনভিলে দ্বীপে। গণভোটের ফলাফলে বিশ্বের নবীন স্বাধীন রাষ্ট্রের পক্ষে সাধারণ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন; যা দ্বীপটির স্বাধীন রাষ্ট্র গঠনের ঐতিহাসিক পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে “বুগেনভিলে” হতে যাচ্ছে বিশ্বের ১৯৬ তম স্বাধীন দেশ। উৎসঃ কালের কন্ঠ আর্কাইভ, ডিসেম্বর, ২০১৯।