সঠিক উত্তর হচ্ছে: ২৮ জানুয়ারী, ১৯৮২
ব্যাখ্যা: ১৯৮২- জাতীয় সংসদ ভবন উদ্বোধন।\nএটি পৃথিবীর দৃষ্টিনন্দন আইনসভা ভবনের একটি। প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান এর মূল স্থপতি। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত এ ভবন এলাকার আয়তন ২১৫ একর। মূল ভবনের পাশাপাশি রয়েছে উন্মুক্ত সবুজ পরিসর, মনোরম জলাধার ও সংসদ সদস্যদের কার্যালয়। ১৯৬১ সালে সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ইতিহাসের নানা চড়াই উৎরাই পেরিয়ে ১৯৮২ সালের ২৮ জানুয়ারি এ ভবনের উদ্বোধন করা হয়।