সঠিক উত্তর হচ্ছে: চীন
ব্যাখ্যা: চীনে বিশ্বের সবচেয়ে বৃহত্তম উভচর (জল ও স্থল থেকে উড্ডয়নে সক্ষম) উড়োজাহাজ এজি-৬০০-এর প্রথম ফ্লাইট সফল হয়েছে। উড়োজাহাজটির আকার প্রায় বোয়িং ৭৩৭-এর সমান।\nচীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের ঝুহাই বিমানবন্দর থেকে উভচর উড়োজাহাজটি উড্ডয়ন করে। ৫০ যাত্রী বহনে সক্ষম এই উড়োজাহাজটি টানা ১২ ঘণ্টা উড়তে পারে। (তথ্যসূত্রঃ প্রথম-আলো)