সঠিক উত্তর হচ্ছে: ক্লোরোফ্লোরো কার্বন
ব্যাখ্যা: ক্লোরো- ফ্লোরো কার্বন (CFC) ওজোন স্তরে পৌঁছালে অতিবেগুনি (UV) রশ্মির প্রভাবে বিযোজিত হয়ে ক্লোরিন পরমাণু (CI) ও পরে ক্লোরিন অক্সাইড (CIO) মুক্ত মূলক উৎপন্ন করে। এসব মুক্ত মূলক ওজোনের (03) সাথে শিকল ক্রিয়া দ্বারা ওজোন স্তর নষ্ট করে। এর ফলে ওজোন স্তর হালকা বা ফুটো হয়ে যায়। এই ফাটল দিয়ে মহাজাতিক বিভিন্ন রশ্নি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতি সাধন করে।\n\n[তথ্যসূত্রঃ প্রথম আলো]