সঠিক উত্তর হচ্ছে: রক্তের ন্যায় নেত্র যার
ব্যাখ্যা: \nYou sent\nউপমান কর্মধারয় সমাস হয় উপমান ও সাধারণ ধর্মের মধ্যে। অর্থাৎ এই সমাসে উপমেয়টির উল্লেখ থাকে না। উপমান কর্মধারয় সমাসের পরপদটি বিশেষণ হয়, কারণ এটি সাধারণ ধর্ম, এর ফলে সমস্তপদটিও বিশেষণ হয়। \nযেমন: শঙ্খের মতো শুভ্র = শঙ্খশুভ্র।\nরক্তের ন্যায় নেত্র যার = রক্তনেত্র।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেনী বাংলা ব্যাকরণ]