সঠিক উত্তর হচ্ছে: মহা + ঔষধ = মহৌষধ
ব্যাখ্যা: প্রথম পদের শেষে ‘অ-ধ্বনি’ বা ‘আ-ধবনি’ এর পর দ্বিতীয় পদের প্রথমে ‘ও-ধ্বনি’ বা ‘ঔ-ধ্বনি’ এর মিলনে ‘ঔ-কার হয়ে আগের বর্ণে যুক্ত হয়। [শর্টকাট : অ/আ + ও/ঔ = ঔ]। যেমন-
\nঅ + ও = ঔ
\nবন + ওষধি = বনৌষধি।
\nআ + ও = ঔ
\nমহা + ওষধি = মহৌষধি।
\nঅ + ঔ = ঔ
\nপরম + ঔষধ = পরমৌষধ,
\nচিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য,
\nজল + ঔকা = জলৌকা [উপজেলা সমবায় অফিসার: ৯৭]।
\nআ + ঔ = ঔ
\nমহা + ঔষধ = মহৌষধ [এনএসআই ফিল্ড অফিসার: ১৯]।
\n