ব্যাখ্যা: ৪৫,২১,২৮ সংখ্যা গুলো কে ১ এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়।\nএদের একাধিক গুণনীয়ক রয়েছে।\nকিন্তু ১৯ সংখ্যাটির ১ ও ১৯ বাদে আর কোন গুণনীয়ক নেই।\nতাই এটি মৌলিক সংখ্যা।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।