সঠিক উত্তর হচ্ছে: গাছকে সবুজ ও সতেজ করা
ব্যাখ্যা: ইউরিয়া সারের কাজঃ- একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার হলো ইউরিয়া যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহৃত হয়ে থাকে। ইউরিয়া সারে নাইট্রোজেনের উপস্হিতি থাকে ৪৬%। ইউরিয়া সার ফসলের শিকড় বৃদ্ধিও বিস্তাররে সহায়তা করে থাকে। গাছের ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা, ডালপালা ও কান্ড তৈরি বা বিস্তারের সাহায্য করে থাকে।\n\n[তথ্যসূত্রঃ মাধ্যমিক জীববিজ্ঞান বই]