নিচের অপশন গুলা দেখুন
- দুই
- পাঁচ
- চার
- তিন
ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়।
- স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ।
- ব্যঞ্জনধ্বনির প্রতীক ব্যঞ্জনবর্ণ।
বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা ৫০টি। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ন।
মুল বর্ণগুলো স্বরবর্ন ও ব্যঞ্জনবর্ণে বিভক্ত।
- স্বরবর্ণ ১১টি
- ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।