সঠিক উত্তর হচ্ছে: Trinity
ব্যাখ্যা: ১৯৪৫ সালে নিউ ম্যাক্সিকোতে পরীক্ষা চালানো যুক্তরাষ্ট্রের তথা পৃথিবীর প্রথম পরমাণু ক্ষেপণাস্ত্র Trinity. RDS-1 সসমসাময়িককালের সোভিয়েত ক্ষেপণাস্ত্র। THAAD এর পূর্ণরূপ Terminal High Altitude Area Defence, যা short, medium ও intermediate রেঞ্জের ক্ষেপণাস্ত্র। ABM বা Anti-Ballastic Missile হলো ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।