সঠিক উত্তর হচ্ছে: কৃষ্ + তি
ব্যাখ্যা:
\n\n
\'কৃষ্টি\' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় \'কৃষ্ + তি (ভি)। এর অর্থ হলোঃ হালচাষ; কর্ষণ; কৃষিকার্য । উল্লেখ্য, যেসব শব্দের ধাতুর শেষে \'শ্\' বা \'ষ্\' আছে। । সেসব শব্দের ধাতুর সঙ্গে \'ত, তি\' ইত্যাদি প্রত্যয় যুক্ত হলে যথাক্রমে \'ষ্ট\', \'ষ্টি\' ইত্যাদি হয়।