সঠিক উত্তর হচ্ছে: সাধন সংগীত
ব্যাখ্যা: হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে আবিষ্কৃত চযাপদ, সরহপাদ ও কাহ্নপাদের দোহা এবং ডাকার্ণব চারটি পুঁথি একত্রে ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দ) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে \'হাজার বছরের পুরান বাঙ্গালায় বৌদ্ধগান ও দোহা\' নামে প্রকাশ করেন। চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সংগীত; অর্থাৎ গানের সংকলন। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]