সঠিক উত্তর হচ্ছে: ১৯৪৫
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামকে ১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় \"জগত্তারিণী\" উপাধি প্রদান করে। ১৯৬০ সালে ভারত সরকার তাকে \"পদ্মভূষণ\" পদক প্রদান করে। ১৯৬৯ সালে রবীন্দ্রভারতী তাকে ডক্টরেট ডিগ্রী প্রদান করে। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]