সঠিক উত্তর হচ্ছে: ডাকঘর
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপক-সাংকেতিক নাটকে রূপক ও সংকেতের সাহায্যে জীবন ও জগতের বিভিন্ন দিক দেখানাে হয়েছে। এরূপ কয়েকটি নাটক হলো- রাজা, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা লেখকঃ সৌমিত্র শেখর ]