সঠিক উত্তর হচ্ছে: করণে সপ্তমী
ব্যাখ্যা: ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে \'কিসের দ্বারা\' বা \'কী উপায়ে\' প্রশ্ন করলে উত্তরে করণ কারক পাওয়া যায়।\nশিকারি বিড়াল \'কিসে\' চেনা যায় প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়- গোঁফে।\nএটি করণ কারকে সপ্তমী বিভক্তি।\nএ, য়, তে - এগুলো সপ্তমী বিভক্তি নির্দেশক।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]