সঠিক উত্তর হচ্ছে: ঘ
ব্যাখ্যা: এখানে প্রশ্নে প্রদত্ত চিত্র ৪ টি হলো ত্রিভুজাকৃতির খামের মত। একটি খামের চারপাশ থেকে ত্রিভুজাকৃতির প্রতিটি পার্শ্ব একবার করে লাগিয়ে দেওয়া হয়েছে। এভাবে চারপাশের ৪ টি পার্শ্ব খোলার পর ৫ম বার সেই খাম খোলার সময় সবার উপরে লাগানো অংশটি সবার আগে খুলতে হবে তখন খামের খোলা অংশটি ৪ নং এর মত অর্থাৎ ঘ এর মত দেখাবে।