সঠিক উত্তর হচ্ছে: অনন্বয়ী
ব্যাখ্যা: যে সব অব্যয় পদ নানা ভাব বা অনুভূতি প্রকাশ করে, তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে। এগুলো বাক্যের অন্য কোন পদের সঙ্গে কোন সম্পর্ক না রেখে স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়। যেমন-উচ্ছ্বাস প্রকাশে: মরি মরি! কী সুন্দর সকাল! উৎসঃ নবম - দশম শ্রেণি : বাংলা ২য় পত্র