সঠিক উত্তর হচ্ছে: বাড়ে
ব্যাখ্যা: বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি-- বাড়ে।\n0°C বা 273k তাপমাত্রায় শব্দের বেগ 332ms-1। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ বেড়ে যায়। পরীক্ষা করে দেখা গেছে যে 1°C বা 1k তাপমাত্রার বাড়লে বাতাসে শব্দের বেগ প্রায় 0.6ms-1 বৃদ্ধি পায়। বাতাসের আদ্রতা বৃদ্ধি পেলেও শব্দের বেগ বৃদ্ধি পায়।