সঠিক উত্তর হচ্ছে: তিনটি
ব্যাখ্যা: বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট ফোর্স ছিল ৩ টি । যথা : জেড ফোর্স , কে ফোর্স এবং এস ফোর্স । \n১৯৭১ সালের ৭ জুলাই গঠিত জেড ফোর্সের নামকরণ কর হয় লে. কর্ণেল জিয়াউর রহমানের নামানুসারে। \n\n১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে গঠিত কে ফোর্সের নামকরণ করা হয় লে. কর্ণেল খালেদ মোশাররফের নামানুসারে । \n\n১৯৭১ সালের অক্টোবরে গঠিত এস ফোর্সের নামকরণ করা হয় লে. কর্ণেল কে.এম সফিউল্লাহর নামানুসারে।