সঠিক উত্তর হচ্ছে: অর্থবিস্তার
ব্যাখ্যা: অর্থবিস্তার: কোনো শব্দ তার মূল ব্যুৎপত্তিগত সংকীর্ণ অর্থ থেকে বেরিয়ে এসে ব্যাপকতর অর্থ প্রকাশ করলে, তাকে অর্থবিস্তার বলে। যেমন: \"তেল\" শব্দটির মূল অর্থ তিল থেকে উৎপন্ন স্নেহ জাতীয় তরল। কিন্তু শব্দটির অর্থ পরিবর্তিত হয়ে, হয়েছে যেকোনো বস্তু থেকে উৎপন্ন স্নেহ জাতীয় তরল।