সঠিক উত্তর হচ্ছে: পট পট
ব্যাখ্যা: অভিন্ন বা অসামান্য পরিবর্তীত চেহারায় কোন শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে।\nশব্দদ্বিত্ব তিন ধরনের। যথাঃ অনুকার দ্বিত্ব,ধ্বন্যাত্নক দ্বিত্ব এবং পুনরাবৃত দ্বিত্ব।\n\nপরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। যেমনঃ চুপচাপ, ঠেকাঠেকি,দলাদলি।\nকোন প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরী হয়, সেগুলোকে ধ্বন্যাত্নক দ্বিত্ব বলে। যেমনঃ পট পট, কুট কুট। \nপুনরায় আবৃত হলে তাকে পুনরাবৃত দ্বিত্ব বলে। যেমনঃ উডু উডু, গরম গরম, ঘুম ঘুম;