সঠিক উত্তর হচ্ছে: Compact Disc
ব্যাখ্যা: Compact Disc বা সিডি হলো এক ধরনের সেকেন্ডারি মেমোরি (Secondary memory) যাতে অডিও, ভিডিও কিংবা বিভিন্ন ধরনের উপাত্ত (Data) সংরক্ষণ করা যায়। সিডিতে মাইক্রোস্কোপিক পিট আকারে ডিজিটাল সংকেত লিপিবদ্ধ করা হয়, যা পরবর্তীতে অপটিক্যাল পদ্ধতি বা লেজারের মাধ্যমে পড়া হয়। অডিও সিডির পাশাপাশি বর্তমানে ভিডিও সিডিও বহুলপ্রচলিত। কম্পিউটার উপাত্ত সংরক্ষণে কম্প্যাক্ট ডিস্ক/সিডির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।\n\n[তথ্যসূত্র-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি)