সঠিক উত্তর হচ্ছে: ডিঙা
ব্যাখ্যা: এখানে সঠিক উত্তর হবে ডিঙা= ডিঙি+ আ, এটি বৃহদার্থে বাংলা তদ্ধিত প্রত্যয়। অন্যদিকে বাইশা সমষ্টি অর্থে, কেষ্টা= কেষ্ট+আ অবজ্ঞার্থে বাংলা তদ্ধিত প্রত্যয়। এমন কিছু বাংলা তদ্ধিত প্রত্যয় এর উদাহরণ হলো- চাকা, হাতা, চোরা ইত্যাদি। [তথ্যসূত্রঃ ভাষা শিক্ষা ও সাহিত্য জিজ্ঞাসা]