সঠিক উত্তর হচ্ছে: ইসরাইল
ব্যাখ্যা: OPSW(Organisation for the Prohibition of Chemical Weapons) বা রাসায়নিক অস্ত্র নীরস্ত্রীকরণ সংস্থা একটি আন্তঃসরকারী সংস্থা। এটির সদর দফতর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। মোট সদস্য সংখ্যা- ১৯৩। জাতিসংঘভুক্ত ইসরাইল, মিশর, উত্তর কোরিয়া ও দক্ষিণ সুদান - ৪ দেশ সদস্য নয়। (তথ্যসূত্র - উইকিপিডিয়া)