সঠিক উত্তর হচ্ছে: স্বরবর্ণের
ব্যাখ্যা: সংস্কৃত প্রয়োগ অনুসারে \'ঋ\' স্বর বর্ণের মধ্যে রক্ষিত।\n\nযেসব বাংলা বর্ণ উচ্চারিত হওয়ার সময় মুখগহ্বরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাদের বলা হয় বাংলা স্বরবর্ণ।\n\nবাংলা ভাষায় মোট ১১টি স্বরবর্ণ রয়েছে; এগুলো হলঃ \n\nঅ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ও।