সঠিক উত্তর হচ্ছে: সওদাগর
ব্যাখ্যা: সওদাগর শব্দটি ফারসি তদ্ধিত প্রত্যয়যোগে (গর) গঠিত সাধিত শব্দ। এমন আরো কিছু শব্দ - বাজিকর, কারিগর ইত্যাদি। অপরদিকে বাকীগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত শব্দঃ\nতেজঃ + বিন = তেজস্বী,\nমায়া + বিন = মায়াবী,\nনীল + ইমন = নীলিমা\n[সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]