সঠিক উত্তর হচ্ছে: ১৯৯৪
ব্যাখ্যা: অছি পরিষদের মূল কাজ উপনিবেশের অধীনস্থ দেশগুলোকে স্বাধীন করে এদেরকে জাতিসংঘের সদস্যভুক্ত করা।১৯৯৪ সালে অছি পরিষদ সর্বশেষ পালাউকে স্বাধীন করে জাতিসংঘের অন্তর্ভূক্ত করে এবং এর মধ্য দিয়ে এর কার্যক্রম স্থগিত হয়। (তথ্যসূত্র- ইউএন ওয়েবসাইট)