সঠিক উত্তর হচ্ছে: বেতাল পঞ্চবিংশতি
ব্যাখ্যা: প্রভাবতী সম্ভাষণ বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গদ্যগ্রন্থ, প্রকাশকাল- ১৮৯২ সাল। তার অন্যান্য মৌলিক রচনা-- অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, রত্নপরীক্ষা ইত্যাদি। অনুবাদমূলক গ্রন্থ-- বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাস, শকুন্তলা, সীতার বনবাস ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।