নিচের অপশন গুলা দেখুন
- .\'দুটি রেডক্রস কনভেনশন\' নামে
- .\'পাঁচটি রেডক্রস কনভেনশন\' নামে
- \'চারটি রেডক্রস কনভেনশন\' নামে
- \'তিনটি রেডক্রস কনভেনশন\' নামে
প্রথম জেনেভা কনভেনশন সম্পাদিত হয় ১৮৬৪ সালে, যার লক্ষ্য ছিল যুদ্ধক্ষেত্রে আহত ও অসুস্থ সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি
দ্বিতীয় জেনেভা কনভেনশন সম্পাদিত হয় ১৯০৬ সালে, সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত, অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতির লক্ষ্যে
তৃতীয় জেনেভা কনভেনশনটি যুদ্ধবন্দিদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত, ১৯২৯
চতুর্থ জেনেভা কনভেনশনটি যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ রক্ষার্থে সম্পাদিত, ১৯৪৯
এই কনভেনশনগুলোর সমষ্টিকেই বলা হয় \"১৯৪৯ এর জেনেভা কনভেনশনসমূহ\" বা সাধারণভাবে \"জেনেভা কনভেনশন\"। রেফারেন্সঃ INTERNATIONAL COMMITTEE OF THE RED CROSS