সঠিক উত্তর হচ্ছে: ৪৮
ব্যাখ্যা: Nokia শব্দটিতে মোট ৫ টি বর্ণ আছে তাই ৫! = ১২০ ভাবে সাজানো যায়। তাহলে ৫ অক্ষরের প্রতিটি দিয়ে সাজানো যাবে ১২০/৫ = ২৪ টি করে। খন Nokia শব্দটিতে যেহেতু দুটি consonant আছে, তাই Consonant দিয়ে শুরু হবে মোট ২৪*২ = ৪৮ টি বিন্যাস।