ব্যাখ্যা: অকোষীয় অণুজীব ভাইরাসের বৈশিষ্ট্য হলো - DNA বা RNA আছে, জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করতে পারে, এদেরকে crystal বা স্ফটি দানায় রুপান্তরিত করা যায়। এদের সাইটোপ্লাজ , নিউক্লিয়াস, কোষীয় ক্ষুদ্রাঙ্গ এবং বিপাকীয় এনজাইম নেই। সুতরাং এখানে রাইবোজোম ও থাকবে না।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।