সঠিক উত্তর হচ্ছে: ঢং ঢং করে ঘণ্টা বেজে ওঠলো
ব্যাখ্যা: যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদের অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে।
\nযেমন :বজ্রের ধ্বনি : কড় কড় মেঘের গর্জন : গুড় গুড় বৃষ্টির তুমূল শব্দ : ঝম ঝম সিংহের গর্জন : গর গর
\nস্রোতের ধ্বনি : কল কল ঘোড়ার ডাক : চিহি চিহি বাতাসের গতি : শন শন কাকের ডাক : কা কা
\nশুষ্ক পাতার শব্দ : মর মর কোকিলের ডাক : কুহু কুহু নুপূরের আওয়াজ : রুম ঝুম চুড়ির শব্দ : টুং টাং