সঠিক উত্তর হচ্ছে: বিদ্যালয়
ব্যাখ্যা: সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি দুই প্রকার। যথা : ১. স্বরসন্ধি, ২. ব্যঞ্জনসন্ধি। কিন্তু সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি তিন প্রকার । যথা : ১. স্বরসন্ধি, ২. ব্যঞ্জনসন্ধি ও ৩ বিসর্গ সন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন : বিদ্যা + আলয় = বিদ্যালয়। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্বরসন্ধি হলো : অত্যাচার, অত্যন্ত, অন্বেষণ, অন্যান্য, নয়ন, নরাধম, নাবিক, পরীক্ষা, মরূদ্যান, শয়ন, স্বাগত, হিমাচল, প্রত্যেক ইত্যাদি। অন্যদিকে অহঃ + অহ = অহরহ ও দুঃ + চিন্তা = দুশ্চিন্তা হলো বিসর্গ সন্ধি এবং ণিচ + অন্ত = ণিজন্ত হলো ব্যঞ্জনসন্ধি। [তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যকরণ ,নবম-দশম শ্রেণি]