সঠিক উত্তর হচ্ছে: তিনি আমাকে পাঁচশত টাকা দিয়ে বাড়ি যেতে বললেন।
ব্যাখ্যা: যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন -\n\nপাখিগুলাে নীল আকাশে উড়ছে।\nতিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। \nতিনি আমাকে পাঁচশত টাকা দিয়ে বাড়ি যেতে বললেন।\n\nসরল বাক্যে অনেক সময়ে ক্রিয়া অনুপস্থিত থাকে। যেমন -\n\nআমরা তিন ভাইবােন। \nবাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সরল বাক্য হয়। যেমন -\n\nতিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন ।