ব্যাখ্যা: সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন: ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ - ভ্রমরকৃষ্ণকেশ,\nকচুকাটা – কচুর মত কাটা। ইত্যাদি\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।