মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম কোনটি?
মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম সমূহ মেন্ডেল তার জিনতাত্বিক পরীক্ষার সময় যে সকল বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন সেগুলো একটি আরেকটির উপর সম্পূর্ণ প্রকট ছিলো এবং বৈশিষ্ট্য গুলো নিয়ন্ত্রণকারী জিন ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থান করেছিল। কিন্তু স্বাভাবিক এই নিয়মের ব্যতিক্রম হলে জিনতাত্বিক পরীক্ষা আর মেন্ডেলের সূত্রকে মেনে চলে না।