নিচের অপশন গুলা দেখুন
- বুদ্ধদেব বসু
- শামসুর রাহমান
- বিজন ভট্টাচার্য
- নির্মেলেন্দু গুণ
\'দুঃখ কোরো না, বাঁচো\' নির্মেলেন্দু গুণ রচিত কাব্য। প্রকাশিত হয় ১৯৮৭ সালে।
বাংলাদেশের কবিদের কবি হিসাবে পরিচিত নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থ -
- প্রেমাংশুর রক্ত চাই
- না প্রেমিক না বিপ্লবী
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
- চৈত্রের ভালোবাসা
- বাংলার মাটি বাংলার জল
- তার আগে চাই সমাজতন্ত্র
- চাষাভুষার কাব্য
- দূর হ দুঃশাসন
- শান্তির ডিক্রি
- শিয়রে বাংলাদেশ ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।