সঠিক উত্তর হচ্ছে: কর্মধারয়
ব্যাখ্যা: মৌমাছি’ কর্মধারয় সমাস। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মৌ (মধু) আশ্রিত মাছি। এরূপ— ঘর জামাই। বহুব্রীহি সমাস— নদী মাতা যার = নদীমাতৃক। দ্বিগু সমাস – ত্রি কালের সমাহার = ত্রিকাল । অব্যয়ীভাব সমাস— কণ্ঠের সমীপে = উপকণ্ঠ। [তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ১ম খণ্ড]