সঠিক উত্তর হচ্ছে: অধিকরণ কারক
ব্যাখ্যা: অধিকরণ কারক বলতে ক্রিয়া সম্পাদনের সময় এবং আধারকে নির্দেশ করে। ক্রিয়াকে \"কখন\" ও \"কোথায়\" দ্বারা প্রশ্ন করলে উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ \'-এ\' \'-য়\' \'-তে\' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমনঃ ‘বসন্তে ফুল ফোটে’ (কখন ওঠে? সকালে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি