সঠিক উত্তর হচ্ছে: ডি কে নীটওয়্যার লিমিটেড
ব্যাখ্যা: জাইকার সহযোগিতায় রেট্রোফিট প্রযুক্তির মাধ্যমে আশুলিয়ার ডি কে নীটওয়্যার লিমিটেড বাংলাদেশের প্রথম ভূমিকম্প সহনশীল পোশাক কারখানা। জাপানি রেট্রোফিট টেকনোলজি ব্যবহারের মাধ্যমে স্থানীয় প্রকৌশলীরা এটিকে ভূমিকম্প সহনশীল করেন। রেট্রোফিট হচ্ছে এমন এক প্রযুক্তি, যার মাধ্যমে দুর্বল ও ঝুঁকিপূর্ণ ভবন না ভেঙে তা মজবুত ও ভূমিকম্প সহনশীল করা যায়।