সঠিক উত্তর হচ্ছে: কোনটিই নয়
ব্যাখ্যা: প্রথম বাক্যটি বাহুল্যদোষে দুষ্ট।বাক্যটির সঠিক রূপ - দেশের সকল বেসরকারি শিক্ষক তাদের চাকুরী স্থায়ীকরণে আন্দোলন করছেন।বা, দেশের বেসরকারি শিক্ষকগণ তাদের চাকুরী স্থায়ীকরণে আন্দোলন করছেন।দ্বিতীয় বাক্যটিতে বাগধারার অপপ্রয়োগ হয়েছে।বাক্যটির সঠিক রূপটি হবে - রাহাতকে উপদেশ প্রদান আর অরণ্যে রোদন একই কথা।তৃতীয় বাক্যটিতে উপমার ভুল প্রয়োগ হয়েছে।সঠিক বাক্যরূপটি হবে - আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো। \n [তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যকরণ ,নবম-দশম শ্রেণি]