সঠিক উত্তর হচ্ছে: বহুপদী
ব্যাখ্যা: ? একশেষ দ্বন্দ্ব : \r\nব্যাসবাক্যের একাধিক শব্দ একপদে লুপ্ত হয়, শেষ পদ অনুসারে শব্দের রূপ নির্ধারিত হয় এবং বহুবচন হয়। যেমন : মানুষ মানুষ মানুষ = বহুমানুষ। \r\n\r\n? বহুপদী দ্বন্দ্ব : \r\nতিন বা বহু পদে দ্ব›দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ এখানেও দ্ব›দ্ব সমাসের বৈশিষ্ট্যসমূহ [উভয় পদ একই হবে, একই বিভক্তি থাকবে এবং উভয় পদের অর্থের প্রধান্য থাকবে] থাকবে কিন্তু পদের সংখ্যা তিন বা ততোধিক হবে। যেমন : \r\n ? সাহেব-বিবি-গোলাম, আ\r\n ? গ-পাছ-তলা, \r\n ? তেল-নুন-লাকড়ি, \r\n ? হাত-পা-নাক-মুখ-চোখ, \r\n ? নাচ-গান-বাজনা, \r\n ? রূপ-রস-গন্ধ, \r\n ? স্বর্গ-মর্ত্য-পাতাল, \r\n ? লাল-নীল-হলুদ ইত্যাদি।