সঠিক উত্তর হচ্ছে: আলাওল
ব্যাখ্যা: ‘পদ্মাবতী\' কাব্যেগ্রন্থের অনুবাদক আলাওল।\n\nসহকারী জজ নিয়োগ পরীক্ষা\n\nBangladesh Bank\n\nপদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাবা। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়।\n\nAgrani bank Ltd\n\nJanata Bank Ltd\n\nSonali Bank Ltd\n\n=\n\nবাংলা সাহিত্যের মধ্যযুগের একটি উজ্জ্বল নিদর্শন আলাওলের অনুবাদ কাব্যগ্রন্থ \'পদ্মাবতী\'। মালিক মুহম্মদ জায়সী এর \'পদুমাবৎ\' কাব্যের অনুবাদ এটি। জায়সী তাঁর কাবা রচনা করেন ১৫৪০ খ্রিস্টাব্দে। প্রায় ১০০ বছর পর আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল ১৬৪৮ খ্রিস্টাব্দে পদ্মাবতী রচনা করেন। কবি তখন মাপন ঠাকুরের সভাসদ এবং আশ্রিত। পদ্মাবর্তী কাব্যের কাহিনীতে ঐতিহাসিকতা কতটুকু তা নিশ্চিত হওয়া যায় নি। সম্ভবত কবিচিত্তের কল্পনাই জায়গী এবং আলাজল দুজনকেই প্রভাবিত করেছিল। বাংলায় পদ্মাবতী রচনায় আলাওল মূলত পয়ার ও ত্রিপদী ছন্দের আশ্রয় নিয়েছেন। মধ্যযুগের ধর্মীয় সাহিত্যের ঘনঘটার মধ্যে এই পদ্মাবতী কাব্যগ্রন্থ স্বতচুরীতির এক অনুপম শিল্পকর্ম। পদ্মাবতী মৌলিক না হলেও সাবলীল ভাষার ব্যবহার ও মার্জিত ছন্দের নিপুণ প্রয়োগে তা আলাওলের কবিপ্রতিভার স্বাক্ষর বহন করে।\nতথ্যসূত্রঃ জিজ্ঞাসা,সৌমিত্র শেখর