1 উত্তর
সঠিক উত্তর হচ্ছে: ফলা
ব্যাখ্যা:
\n\n
ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। অনেক সময় স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জনবর্ণের আকার সংক্ষিপ্ত হয়ে যায়। ব্যঞ্জনবর্ণের এই সংক্ষিপ্ত রূপকে \'ফলা\' বলা হয়। ব্যঞ্জনবর্ণের \'ফলা\' চিহ্ন রয়েছে ৭টি।