সঠিক উত্তর হচ্ছে: লোকায়ত জীবন-সংস্কৃতি
ব্যাখ্যা: সেলিম আল দীন রচিত বিখ্যাত নাটক ‘\'কিত্তনখোলা\'। এ নাটকের বিষয় লোকায়ত জীবন সংস্কৃতি । এ নাটকে গ্রামীণ মানুষের লোকজ ধর্মে সহজাত নাটক— চাকা, কেরামতমঙ্গল, জন্ডিস ও বিবিধ বেলুন, মুনতাসীর ফ্যান্টাসি, হরগজ, বাসন, যৈবতী কন্যার মন। বিশ্বাস, তাদের সংস্কৃতি এবং আনন্দ-বেদনার মহাকাব্যিক রূপায়ণ ঘটেছে। তার রচিত আরও কয়েকটি উল্লেখযোগ্য