সঠিক উত্তর হচ্ছে: চিনি জাতীয় খাবার খেলে এই রোগ বেশি
ব্যাখ্যা: আমাদের অগ্ন্যাশয় বা পেনক্রিয়াস হতে ইনসুলিন নামক এক হরমোন নির্গত হয়। ইনসুলিনের কাজ হলো রক্তের সুগার বা চিনি কোষের ভিতর ঢুকানো,যেন আমাদের কোষে সুগার বা চিনির পরিমাণ ঠিক থাকে। অগ্ন্যাশয় থেকে ইনসুলিন কম বা না বের হলেই রক্তে চিনি বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় যা আমাদের ডায়াবেটিস রোগ নামে পরিচিত।