সঠিক উত্তর হচ্ছে: জো বাইডেন
ব্যাখ্যা: ১২ জুন, ২০২১ চীনের ক্রমবর্ধ্মান Belt & Road Initiative (BRI) প্রকল্পের প্রভাব মোকাবিলায় Build Back Better World (B3W) নামে অবকাঠামো সহয়তায় পরিকল্পনা গ্রহন করেছে জি-৭। পরিকল্পনাটির প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ কর্মসূচির আওতায় উন্নয়নশীল দেশগুলোতে কাঠামোগত উন্নয়নে বিশাল অঙ্কের সহয়তা দিতে যাচ্ছে জি-৭ দেশগুলো। \n [তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা]