সঠিক উত্তর হচ্ছে: টাঙ্গুয়ার হাওড়
ব্যাখ্যা: বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস হলো \'রামসার কনভেনশন\' ১৯৭১ সালে ইরানের রামসারে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশসমূহের এ কনভেনশনের আলোকে বাংলাদেশ এর ২ টি স্থানকে \'রামসার এলাকা (Ramsar site) \' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সাইট দু\'টি হলো - সুন্দরবন (২১ মে ১৯৯২) এবং টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) ।